
.
.
স্টাফ রিপোর্টার : আজ ২১ এপ্রিল রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী যাত্রাবাড়ী দোলাইরপাড় মাদ্রাসা রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ষোল হাজার পাঁচশত টাকা মূল্যমানের ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ শুকুর আলী (২৮), পিতা- মৃত আনোয়ার হোসেন,.
সাং-বেজপাড়া, থানা- চাটমোহর, জেলা- পাবনা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে ইয়াবা বিক্রয়ের ১৫,৫৬০/- (পনেরো হাজার পাঁচশত ষাট) টাকা, ১টি মোবাইল ও ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।.
.
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকগ্রব্য সংগ্রহ করে রাজধানী যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: